এতদ্বারা মোড়াকরি ইউনিয়নের সকল টিসিবি কার্ডধারীগনকে জানানো যাচ্ছে যে, আগামী ১৮ ডিসেম্বর ২০২৩ খ্রি: তারিখ রোজ সোমবার সকাল ১০:০০ ঘঠিকায় ডিসেম্বর মাসের নিত্যপ্রয়োজনীয় টিসিবি পন্য ভর্তুকীমূল্যে বিক্রি করা হবে। উক্ত তারিখ ও সময়ে সকল কার্ডধারীগনকে মোড়াকরি বাজারের ওয়ালটন মোড়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।